সীমান্তে ফের বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক সুবল চন্দ্র নিহত
প্রকাশিতঃ 5:08 pm | July 14, 2021

কালের আলো সংবাদদাতা:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বারঘড়িয়া এলাকার সীমান্তে পড়ে থাকার অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ জুলাই) বারঘড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় গোপালপুর ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী ক্যাম্পের টহল দলের গুলিতে গরু পারাপারকারী রাখাল সাদ্দাম হোসেন (৩৩) নিহত হন।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় সাদ্দামসহ ১৫/২০ জনের একটি দল বুধবার গরু আনার জন্য লোহাকুচি সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই গুলিবিদ্ধ হয়ে মারা যান সাদ্দাম। পরে দুপুরে ভারতের কোচবিহার জেলার সিতাই থানা পুলিশ সাদ্দামের লাশ ভারতের ভেতরে নিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে একজনের লাশ পড়ে থাকার কথা তারা শুনেছেন।
আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, তার ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম বিএসএফের গুলিতে মারা গেছেন। তার লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, ভোরে ক্যাম্পের সদস্যরা গুলির আওয়াজ পেয়েছেন। তবে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
কালের আলো/আরএস/এমএইচএস