ময়মনসিংহে “বাংলাদেশ জিজ্ঞাসা”র দ্বিতীয় ধাপের পরীক্ষা শুক্রবার
প্রকাশিতঃ 6:57 pm | October 03, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতা “বাংলাদেশ জিজ্ঞাসা”র দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার।
বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ‘কে হচ্ছেন কোটিপতি’ শিরোনামে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানানো হয়।
আইএফআইসি ব্যাংকের সহায়তায় ইনডিপেনডেন্ট টেলিভিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের হেড অব ইনভেস্টিগেশন মুনজুরুল করিম।
লিখিত বক্তব্যে তিনি জানান, অংশগ্রহনকারীদের প্রথম ধাপের অনলাইন পরীক্ষা শেষে ২য় ধাপে ঢাকাসহ ৮ বিভাগে একযোগে অভিন্ন প্রশ্নে লিখিত পরীক্ষা আগামী ৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ বিভাগের প্রতিযোগীদের পরীক্ষা শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এখান থেকে ৮ জনকে নির্বাচিত করা হবে পরবর্তী রাউন্ডের জন্য। এ ভাবে ৮ বিভাগ থেকে নির্বাচিত ৬৪ জন নিয়ে ঢাকায় পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ