এবার কোটা বহালের দাবিতে শাহবাগে বিক্ষোভ

প্রকাশিতঃ 10:01 pm | October 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামের একটি সংগঠন। এই অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সংগঠনটি এ অবরোধ কর্মসূচি শুরু করে।

বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এরপরেই সন্ধ্যায় অবরোধ কর্মসূচি শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ এসএম আল সনেট বলেন, মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা বহাল রাখতে হবে। পাশাপাশি আমরা সরকারকে ছয় দফা দিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

কালের আলো/ওএইচ