খুলনায় পাঁচ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু

প্রকাশিতঃ 1:04 pm | July 15, 2021

কালের আলো সংবাদদাতা:

খুলনার পাঁচটি হাসপাতালে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন ১৬ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জন করোনা রোগীর ‍মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার বলেন, বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের হাসপাতালে রোগী ভর্তি আছেন ১৯৫ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ১৩৪ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২১ জন। হাসপাতালের ২০টি এইচডিইউ ও ২০টি আইসিইউ শয্যার কোনোটিই খালি নেই। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ১৯ ও ইয়োলো জোনে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।

কালের আলো/আরএস/এমএইচএস