ঈদের পর ‘শাটডাউনে’ শিল্প-কারখানা খোলা রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

প্রকাশিতঃ 11:24 pm | July 15, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কোরবানির ঈদের পর থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধের মধ্যেও শিল্প-কারখানা ও গার্মেন্টস খোলা রাখতে চায় পোশাকশিল্প মালিকরা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে দেখা করে কারখানা খোলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে পোশাকশিল্প মালিকদের বেশ কয়েকটি সংগঠন।

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা শিল্পকারখানা খোলা রাখার দাবি জানিয়েছি। মন্ত্রিপরিষদ সচিব আমাদের জানিয়েছেন, শনিবার তারা বিষয়টি নিয়ে বৈঠক করবেন। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

দাবিটি সরকার বিবেচনা করে কারখানা খোলা রাখার অনুমতি দেবে বলেও আশা তাদের।

ফারুক হাসান বলেন, ‘যদি পোশাক কারখানা লকডাউনে খোলা রাখা না হয়, তাহলে বায়াররা অর্ডার বাতিল করে অন্য দেশের প্রতি ঝুঁকে যাবে। এতে দেশের পোশাকশিল্প খাত হুমকির মুখে পড়বে।’

সাক্ষাতে উপস্থিত ছিলেন তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিটিটিএলএমইএ এবং বিজিএপিএমইএর নেতারা।

কালের আলো/ডিএসবি/এমএম