সাংসদদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেবে আমারএমপি ডটকম
প্রকাশিতঃ 9:47 pm | January 16, 2018
টেক রিপোর্ট | কালের আলো:
সংসদ সদস্যদের সাথে সাধারণ জনগণের সেতুবন্ধন তৈরি করতে চালু হয়েছে আমারএমপি ডটকম নামের একটি ওয়েব প্ল্যাটফর্ম। দেশের যেকোন নাগরিক এই ওয়েবসাইটটির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের সংসদ সদস্যের সাথে যোগাযোগ করতে পারবেন, জানাতে পারবেন বিভিন্ন সুবিধা-অসুবিধার কথাও। প্রশ্ন করার পর সংসদ সদস্যের কাছ থেকে উত্তরও পাওয়া যাবে এই ওয়েবসাইটের মাধ্যমেই।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ওয়েবসাইটটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া।
অনুষ্ঠানের শুরুতে একটি ভিডিও প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর একটি পর্যালোচনা থেকে দেখা গিয়েছে জাতীয় সংসদের ওয়েবসাইটে দেওয়া ৯৫ শতাংশ সংসদ সদস্যের ফোন নাম্বার বা অন্যান্য যোগাযোগের তথ্য ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন সাধারণ মানুষ। মূলত এ পর্যালোচনা থেকেই আমারএমপি ওয়েবসাইটটির ধারণা আসে।
গত বছরের ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটটির সাথে যুক্ত হয়েছে প্রায় দেড়শো জন সংসদ সদস্য। ওয়েবসাইটটিতে কাজ করছে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক এবং ১৬০ জন অ্যাম্বাসেডর।
ওয়েবসাইটটির মাধ্যমে সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে প্রায় ৭২৮টি প্রশ্ন যেখান থেকে ৩২১টি প্রশ্নের উত্তর এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটটিতে।
ওয়েবসাইটটি উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, আমারএমপি ডটকম জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
‘দেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে যেসব অপপ্রচার চালানো হয়, ওয়েবসাইটটির মাধ্যমে সেগুলোর সময়োচিত জবাব দেওয়া হবে’, বলেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে ওয়েবসাইটটি যুগান্তকারী পরিবর্তন আনবে বলেও মন্তব্য করেন পলক। তিনি জানান, ডিজিটাল মাধ্যমের সবচেয়ে বড় সুবিধা হলো এর মাধ্যমে অল্প সময়ে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, সংসদ সদস্যরা সরকারি কর্মকর্তা নয়, তাই তাদের কর্মঘণ্টা ৯টা-৫টা নয়। এটা তাদের মনে রাখতে হবে যে তারা জনগণের প্রতিনিধি, তাদের কর্মঘণ্টা ২৪ ঘণ্টাই। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যখন সংসদ অধিবেশন চলে। কিন্তু অনেক সদস্যকেই অধিবেশনের সময় সংসদে দেখি না।
ওয়েবসাইটটি সম্পর্কে তিনি বলেন, মাত্র এক বছরের মধ্যেই ভালো সাড়া ফেলেছে আমারএমপি ডটকম। ইতোমধ্যেই বেশ কয়েকটি স্বীকৃতিও অর্জন করেছে। ওয়েবসাইটটিকে আরও কার্যকর করে তুলতে হবে।
এ সময় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জুনাইদ আহমেদ পলকের প্রশংসাও করেন তিনি।
আমারএমপি ডটকমের সভাপতি সুশান্ত দাস গুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরও অংশ নিয়েছিল আমারএমপি ডটকমের বিপুলসংখ্যক অ্যাম্বাসেডর।
অনুষ্ঠান শেষে ওয়েবসাইটটির মাধ্যমে শতভাগ প্রশ্নের উত্তর দিয়েছেন, এমন দশজন সংসদ সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়।