মুগ্ধতার সকালে ৪০০ মুখে হাসি ফুটালো বিসিএস ৯ম ব্যাচ ফোরাম

প্রকাশিতঃ 7:46 pm | July 16, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো :

হাতে কাজ নেই। ঘরে খাবারও নেই। আয়-রোজগারের পথ একেবারেই বন্ধ। ফলে মানসিক শান্তি যেন উবে গেছে কদর আলীর। শরীর ভাঙছে প্রতিনিয়ত। নানা রোগ-শোক বেঁধেছে বাসা। দরিদ্রতা হাঁটছে পিছু পিছু। রাজধানীর স্থানীয় ভাটারা এলাকার মাঠের এক কোণে আবিস্কার করা গেল পঞ্চাশোর্ধ্ব কদর আলীকে। ত্রাণ সহায়তা নিতে এসেছেন বিসিএস ৯ম ব্যাচ ফোরামের নিমন্ত্রণে।

ত্রাণ হাতে পেয়ে বস্তা নিয়েই খানিক অদূরে খাদ্যসামগ্রী পরখ করে দেখছিলেন। কিছুক্ষণ আগেও ছিল যার মলিন মুখায়ব। এখন সেখানেই টিকড়ে পড়ছে হাসি। আবেগী কদর কাঁপা কন্ঠে বলছিলেন, ‘মেল্ল্যা দিন কেহ ত্রাণ দেয় নাই। স্যারেরা (সচিব) খুব উপকার করলো। অহন পেট ভইরা কিছুদিন খাবার পারিম।’

ত্রাণ নিতে এসে একই এলাকার আছিয়া খাতুনের অশ্রু ছলছল চোখ। ত্রাণের বস্তা বুকে জড়িয়ে আনন্দের জল কখন যে চোখ থেকে গড়িয়ে পড়েছে টেরই পাননি। ভেজা চোখেই বলতে থাকলেন, ‘করোনায় খুব কষ্টে যাচ্ছে দিন। আমি তোমাগোরে (সচিব) খুবই দোয়া করি। আল্লাহ তোমাগোর ভালো করুক।’

কেবল কদর আলী বা আছিয়া খাতুনই নন, শুক্রবার (১৬ জুলাই) সকালে রাজধানীর স্থানীয় ভাটারা মাঠে এমন প্রায় ৪০০ অতি দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্ত দিনমজুরদের হাতে ত্রাণ সহায়তা তুলে দিয়েছেন বিসিএস ৯ম ব্যাচ ফোরাম। কষ্টের ঘূর্ণিপাকের সময়ে ত্রাণ সহায়তা পেয়ে উচ্ছ্বসিত এসব মানুষ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার তত্ত্বাবধানে এই মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রমে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারীসহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিসিএস ৯ম ব্যাচ ফোরাম কল্যাণ ফান্ডের টাকায় দরিদ্র ও অসহায় প্রায় ৪ শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছ চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ ও সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। এসব পণ্যের মাধ্যমে চার সদস্যের একটি পরিবারের প্রায় এক সপ্তাহের আহারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধি-নিষেধে ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফুটাতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে তাদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ ও অসচ্ছল মানুষকে খাদ্য ও ত্রাণ সহায়তার মাধ্যমে তাদের জীবনচাকা সচল রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এসব দুর্দশাগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ালে তাদের কঠিন মুহুর্ত জয় করা সম্ভব।

এজন্যই কোভিড-১৯ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে মানবিক এবং সামাজিক কার্যক্রমে আমাদের বিসিএস ৯ম ব্যাচ ফোরামের অংশগ্রহণ অব্যাহত থাকবে।’

এর আগেও চলতি বছরের ২৪ এপ্রিল রাজধানীর ধোলাইপাড় এলাকায় প্রায় চার শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে বিসিএস ৯ম ব্যাচ ফোরাম। ওইদিনও তাদের খাবার সহায়তার পাশাপাশি সুরক্ষা সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

কালের আলো/এসএকে/এমকে