ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম
প্রকাশিতঃ 10:05 pm | January 16, 2018
কালের আলো রিপোর্ট:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলটির সমর্থন নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় উপনির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
মঙ্গলবার (১৬ জানুযারি) রাতে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে দলের সিদ্ধান্তের কথা জানান।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র এই নেতা প্রয়াত মেয়র আনিসুল হকের স্থলাভিষিক্ত হতেই দলটির পক্ষে ভোটযুদ্ধে নামবেন। আনিসুল হক নিজেও ছিলেন একজন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী নেতা।
প্রসঙ্গত, আতিকুল ইসলামের এক ভাই মো. তোফাজ্জাল ইসলাম সাবেক প্রধান বিচারপতি। তার আরেক ভাই মইনুল ইসলাম সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল।