ময়মনসিংহে করোনায় একদিনে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু
প্রকাশিতঃ 12:33 pm | July 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, যা ২৪ ঘণ্টার হিসাবে সর্বোচ্চ। এদের ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় সাত জন এবং উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের তিন জন, শেরপুরের তিনজন ও নেত্রকোনার একজন রয়েছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের দুজন, জামালপুরের দুজন, নেত্রকোনার পাঁচ জন, শেরপুরের তিন জন ও টাঙ্গাইলের একজন রয়েছেন।
এ ছাড়া করোনা ইউনিটে বর্তমানে ৪১১ রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
কালের আলো/টিআরকে/এসআইএল