খুলনা বিভাগে করোনায় আরও ৫১ জনের মৃত্যু

প্রকাশিতঃ 4:30 pm | July 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

খুলনা বিভাগে ফের মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়াল। বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৩৪৫জন।

রবিবার (১৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল শনিবার খুলনা বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিলো।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনায় ১৯ জন, বাগেরহাটে তিন জন, সাতক্ষীরায় একজন, যশোরে ছয় জন, মাগুরায় একজন, ঝিনাইদহে একজন, কুষ্টিয়ায় ১৪জন, চুয়াডাঙ্গায় পাঁচ জন এবং মেহেরপুর জেলায় এক জনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০টি জেলায় মোট শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২৩ জন।

কালের আলো/টিআরকে/এসআইএল