বাংলাদেশকে সহজেই হারালো পাকিস্তানের মেয়েরা

প্রকাশিতঃ 6:02 pm | October 05, 2018

বাংলাদেশকে সহজেই হারালো পাকিস্তানের মেয়েরা

কালের আলো স্পোর্টস:

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ৮১ রানেই গুটিয়ে যায় সালমা খাতুনের দল।

জবাবে ১৮ ওভার এক বলেই ৭ উইকেটে বাংলাদেশের বিপক্ষে জয় পায় পাকিস্তান।

বাংলাদেশ দল ব্যাট করতে নেমে তেমন কোনও জুটি গড়তে না পারায় অনায়াসে জিতে এক ম্যাচে বাকি থাকতে সিরিজ নিশ্চিত করল পাকিস্তানের মেয়েরা।

শুক্রবারের এই জয়ে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে ব্যাট করতে নেমে দুই অঙ্কে রানে পৌঁছান শুধুমাত্র নিগার সুলতানা (১৯), রুমানা আহমেদ (১২) ও শামিমা সুলতানা (১০)।

একই ভ্যেনু শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার হবে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি।

কালের আলো/এমএইচ