গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না: তথ্য সচিব
প্রকাশিতঃ 11:33 pm | October 05, 2018
কালের আলো প্রতিবেদক:
ডিজিটাল বাংলাদেশে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যারা গুজব সৃষ্টি করবে তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য সচিব আবদুল মালেক।
শুক্রবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্য সচিব বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যারা গুজব সৃষ্টি করবে তাদের ছাড় দেয়া হবে না। এসব গুজব সৃষ্টিকারীদের সরকার কঠোর হাতে দমন করবে। তবে সাংবাদিকদের ভয় পাবার কিছু নেই। কারণ এর সাথে তাদের কোন সম্পর্ক নেই।’
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন, আর তার কন্যা মমতাময়ী প্রধানমন্ত্রী দেশে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছেন। বিশ্বে আজ শেখ হাসিনা এক অপ্রতিরোধ্য নেতৃত্বের নাম। তার নামের কাছে অনেক নাম ম্লান হয়ে গেছে উল্লেখ করে তথ্য সচিব বলেন, আর্ন্তজাতিক যত সংস্থা প্রকাশনা বের করে তাদের কোন প্রকাশনায় বাংলাদেশের বুভুক্ষ কোন মানুষের ছবি এখন আর ছাপা হয় না। উন্নত দেশের তালিকায় বাংলাদেশের ছবি ছাপা হয়।
তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করার ফলে বাংলাদেশের ৩২ হাজার কোটি টাকার ক্ষতি করেছে। এই ক্ষতিপূরণ দিয়ে জনগণের কাছে ভোট চাওয়া উচিত বিএনপির। মাননীয় প্রধানমন্ত্রীর কুয়াকাটার প্রতি বিশেষ খেয়াল আছে। তিনি কুয়াকাটার সি-বিচ ভাঙ্গনের কবল থেকে রক্ষার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করার আশ্বাস ব্যক্ত করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে তাকে বিভিন্ন সংগঠনের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কালেনর আলো/এমএইচ