হাতিরঝিলে ঢাকা রাউন্ড টেবিলের ফেস মাস্ক বিতরণ

প্রকাশিতঃ 8:29 pm | July 20, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

রাজধানীর হাতিরঝিল এলাকায় করোনা সংক্রমণ রোধে ফেস মাস্ক বিতরণ করেছে ঢাকা রাউন্ড টেবিল।

সোমবার (১৯ই জুলাই) গেটওয়েল ও ট্রাফিক গুলশান বিভাগের সহায়তায় ঢাকার হাতিরঝিলে এসব ফেস মাস্ক প্রদান করা হয়।

মাস্ক বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ, ট্রাফিক পরিদর্শক ( টিআই ) ট্রাফিক মহাখালি জোন মাহফুজ উল আমিন তালুকদার, স্পন্সর গেটওয়েল এর ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রফিকুল ইসলাম, আরএফএল ইভেন্ট এর আকরামুল হক, ইয়াহিয়া ও ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান সাকিব মাহমুদ, সদস্য – সিফাত, রনি, ইশাদ, ফাহাদ, সাকিব, রবিউল এবং শিহাব প্রমুখ।

আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা রাউন্ড টেবিলের সদস্য এজাজ মাহমুদ রনি।

কালের আলো/জেসডি/এমএম