বিএসএমএমইউ’তে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে
প্রকাশিতঃ 1:55 pm | October 06, 2018
সেন্ট্রাল ডেস্ক, কালের আলো:
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হতে পারে
শনিবার(৬ অক্টোবর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দিতে এরইমধ্যে প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। শুক্রবার থেকে তার জন্য কেবিন ব্লকে একটি কেবিন প্রস্তুত করা হয়েছে। সরকারি কোনো নির্দেশনা না এলে ওই কেবিনে রেখেই খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও বেশ ক’টি মামলায় তার বিচারকার্য চলছে।
কালের আলো/এনএল