লকডাউনে র‍্যাবের ১৬৮ টহল ও ১৫৮টি চেকপোষ্ট, জরিমানা ৪৮৭০০

প্রকাশিতঃ 10:22 pm | July 23, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ১ম দিনে ১৬৮টি টহল ও ১৫৮টি চেকপোস্ট পরিচালনা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এছাড়া এদিন ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে ৯৫ জনকে ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে সংস্থাটি।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার কর্তৃক জারিকৃত বিধি-নিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে সারাদেশব্যাপী মাঠে ছিল র‍্যাব। বিধি-নিষেধ কার্যকর করতে র‍্যাবের নিয়মিত টহল ও চেকপোষ্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

এছাড়া বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‍্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার কর্তৃক ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

র‍্যাব জানায়, র‍্যাব জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সারাদেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিধি-নিষেধ অমান্য করায় সারাদেশব্যাপী পরিচালিত ১২টি ভ্রাম্যমাণ আদালতে ৯৫ জনকে ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে এক হাজারের অধিক মাস্ক বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

কালের আলো/এমএইচ/বিআরবি