সুযোগ পেলে ৬ মাসে পুরনো সব অর্ডার ডেলিভারি দিতে চায় ইভ্যালি

প্রকাশিতঃ 7:15 pm | July 25, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

পুরনো অর্ডার ডেলিভারি দিতে এবার সুযোগ চাইলেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। তিনি বলেছেন, ইভ্যালি বন্ধ করে কোনো সমাধান হবে না। কোনো প্রতিষ্ঠানই বন্ধ করে ইনভেস্টমেন্ট ফেরত আনা সম্ভব নয়। তাই আমাদের ব্যবসা করার সুযোগ দিন, আমরা কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেব না। সুযোগ দিলে আগামী ছয় মাসের মধ্যে পুরনো সব অর্ডার ডেলিভারি দেব।

শনিবার (২৪ জুলাই) রাত ১১টায় ফেসবুক লাইভে এসব কথা বলেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। এক ঘণ্টা ২২ মিনিটের ফেসবুক লাইভে ইভ্যালির বর্তমান অবস্থা ও ভবিষ্যতে কীভাবে ব্যবসা করবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

মোহাম্মদ রাসেল বলেন, “যদি প্রোপাগান্ডা ছড়িয়ে ইভ্যালি বন্ধ করা যায় তাহলে একটি নির্দিষ্ট গ্রুপ এর থেকে লাভবান হবে, কিন্তু তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইভ্যালি বন্ধ করা কোন সমাধান না। কোন প্রতিষ্ঠানই বন্ধ করে ইনভেস্টমেন্ট ফেরত আনা যায়না। আমাদেরকে ব্যবসা করার সুযোগ দিন, আমরা কাওকে ক্ষতিগ্রস্ত হতে দেব না।”

তিনি আরও বলেন, “আমরা অনেকের রিফান্ডের চেক দিয়েছি তা আটকে গেছে। দুটি ব্যাংকের সাথে আমরা কথা বলেছি, এটি সমাধানে ১০ দিনের মতো সময় লাগবে। এর মধ্যে নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সাথেও আমাদের কথা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে আমরা আমাদের পুরনো সব অর্ডার ডেলিভারি দেব।”

ইভ্যালির সিইও বলেন, “গ্রাহকদের ভবিষ্যৎ সুরক্ষা এবং গ্রাহকের স্বার্থ রক্ষার কথা ভাবতে গিয় অনেকেই ইভ্যালি বন্ধ করার কথা বলছেন। অনেকেই বলছেন ইভ্যালির যে লস হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। এটা মোটেও ঠিক না। একটা প্রতিবেদনের প্রেক্ষিতে তারা এসব কথা বলছেন। আমাদের ভ্যালুয়েশন করার সুযোগ দেওয়া হয়নি। বিজনেস ভ্যালুয়েশন করলে এ লস রিকভারি করা সম্ভব।”

তিনি বলেন, “এখন আমাদের সাথে অনেক বড় বড় কোম্পানি আছে। অপ্পো, স্যামসাং, টেকনো, যমুনা ইলেকট্রনিক্স, ওয়ালটন, বসুন্ধরা গ্রুপ, বাটা ও কোকা কোলার মতো কোম্পানি আমাদের সঙ্গে রয়েছে। এসব প্রতিষ্ঠান কি না বুঝেই আমাদের সঙ্গে ব্যবসা করছে?”

ইভ্যালির সিইও আরও বলেন, “ইভ্যালি শুরু থেকে এখন পর্যন্ত ৭০ লাখ অর্ডারের পণ্য গ্রাহককে ডেলিভারি দিয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬ হাজার কোটি টাকা। আজকেও ২০ কোটি টাকার অর্ডার পেয়েছি।এগুলো দিতে গেলে অবশ্যই নিয়ম মেনে দিতে হবে। এজন্য আমাদের সহযোগিতা প্রয়োজন। এখন আমাদের সুযোগ দিলে আমরা সামনে এগিয়ে যেতে পারব।”

কালের আলো/টিএসকে/এমএম