কঠোর লকডাউনের পঞ্চম দিনে ২০৯ জনকে জরিমানা র‌্যাবের

প্রকাশিতঃ 9:10 pm | July 27, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করার অপরাধে দেশব্যাপী র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০৯ জনকে ১ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া এদিন র‌্যাব ১৭৬টি টহল ও ১৮১টি চেকপোস্ট পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার কর্তৃক জারিকৃত বিধি-নিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে দেশব্যাপী মাঠে ছিল র‌্যাব। নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

তিনি বলেন, এদিন কঠোর লকডাউনের মধ্যে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হও বলেও জানায় র‌্যাব।

কালের আলো/ডিএসবি/এমআরকে