১ আগস্ট থেকে খুলছে রফতানিমুখী শিল্পকারখানা

প্রকাশিতঃ 6:56 pm | July 30, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

আগামী ৫ আগস্ট পর্যন্ত চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। এবার লকাডাউনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিল্প-কারখানা বন্ধ রয়েছে। তবে শিল্প কারখানা খুলে দিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে দফায় দফায় দাবি জানানো হয়। তাদের দাবির প্রেক্ষিতে আগামী ১ আগস্ট (রোববার) থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রপ্তানিমুখী শিল্প খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সকল শিল্প ও কল-কারখানা আরোপিত বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

কালের আলো/ডিআরবি/এমএম