ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি

প্রকাশিতঃ 12:24 pm | August 01, 2021

কালের আলো সংবাদদাতা:

গার্মেন্টসসহ কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে গণপরিবহন চালু হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

রবিবার (১ আগস্ট) বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাচ্ছেন কর্মস্থলে ফেরা মানুষ।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের রাবনা, বেথইর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ চাপ। খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে কর্মস্থলে ফিরছে মানুষ। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

ঢাকামুখী শ্রমিকরা জানান, স্বল্প সম‌য়ের জন্য গণপরিবহন চালু করায় কর্মস্থলে ফেরা মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা ক‌রে গাদাগাদি ক‌রে ফিরছেন। সেই সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে চাকরি বাঁচাতে বাধ্য হয়েই এভাবে কর্মস্থলে ফিরতে হচ্ছে।

এদি‌কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বি‌ভিন্নস্থানে ঢাকামুখী মানুষ‌দের উপচে পড়া ভিড়। দুপুর ১২টা পর্যন্ত চলাচলের নির্দেশনা থাকলেও পর্যাপ্ত গণপরিবহন না থাকায় খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছেন তারা। এতে তাদের গুন‌তে হচ্ছে কয়েকগুন বেশি ভাড়া।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কর্তব্যরত এক পুলিশ সদস্য জানান, রবিবার আধাবেলার জন্য গণপরিবহন চালু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মহাসড়কের বিভিন্ন এলাকায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছেন।

কালের আলো/আরএস/এমএইচএস