বিকাশে পেমেন্ট করা যাবে লুবনান, ইনফিনিটি ও রিচম্যানের আউটলেটে

প্রকাশিতঃ 9:07 pm | October 08, 2018

নিজস্ব প্রতিবেদক,  কালের আলো:

বাংলাদেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড লুবনান, ইনফিনিটি মেগা মল ও রিচম্যান-এর আউটলেটগুলোতে এখন থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

বিকাশে পেমেন্টের ব্যপারে ইতিমধ্যেই বিকাশের সঙ্গে ব্র্যান্ডগুলোর মালিকানা প্রতিষ্ঠান লুবনান ট্রেড কনর্সোটিয়ামের চুক্তি সই হয়েছে।

চুক্তির ফলে বিকাশের গ্রাহকরা লুবনান, ইনফিনিটি মেগা মল এবং রিচম্যান-এর আউটলেটগুলোতে বিকাশ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে অথবা *২৪৭# ডায়াল করে পেমেন্ট করতে পারবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং লুবনান ট্রেড কনর্সোটিয়ামের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হক খান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের এম-কর্মাসের প্রধান মো. মাহবুব সোবহান, ম্যানেজার সিরাজুল মওলা, চ্যানেল ম্যানেজার আহসানুল কবীর এবং লুবনান ট্রেড কনর্সোটিয়ামের চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, ডিরেক্টর নাজমুল হক খান এবং এজিএম ফিন্যান্স এ এন এম মহিবুল্লাহ প্রমূখ।

উল্লেখ্য, সারাদেশে লুবনান, ইনিফিনিটি মেগা মল এবং রিচম্যান-এর ৮৭টি আউটলেট রয়েছে।

কালের আলে/ইএম