তিন বছরের চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন মেসি

প্রকাশিতঃ 4:50 pm | August 07, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। বার্সা ছাড়ার ঘোষণার পর তাকে দলে বেড়াতে আগ্রহী ক্লাবের তালিকায় পিএসজি থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, জুভেন্টাস, ইন্টার মায়ামি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলসিসহ ছিল সব বড় ক্লাবের নাম। বিভিন্ন কারণে যে তালিকা কমতে কমতে ক্লাবের সংখ্যা দাঁড়ায় দুইয়ে, ম্যানচেস্টার সিটি ও পিএসজি।

শুক্রবার (৬ আগস্ট) পেপ গার্দিওলার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, জ্যাক গ্রিলিশকে আগেই দলে নিয়ে নেওয়ায় সিটিও আর লিওনেল মেসির দিকে হাত বাড়াতে পারছে না।

রইল বাকি এক। পিএসজি। মেসি সেই পিএসজিতেই যাচ্ছেন। অন্তত ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনার নির্ভরযোগ্য ক্রীড়াসাংবাদিক ও গণমাধ্যমের পাকা খবর এটাই।

জানা যায় মেসিকে দলে ভেড়াতে নিজেদের সর্বোচ্চটাই দিতে যাচ্ছে পিএসজি। আর ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ রানারআপদের হয়েও খেলার ব্যাপারে আশাবাদী খোদ মেসি।

এল’ইকুইপের বরাতে বলা হয়, মেসির সঙ্গে ৩ বছরের চুক্তি করতে প্রস্তুতি নিয়ে রেখেছে পিএসজি। যদিও শেষ এক বছর অপশনাল হিসেবে ধরে রেখেছে তারা। যেখানে বার্ষরিক ৪০ মিলিয়ন ইউরো আয় করবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। যা বর্তমানে দলটির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নেইমারের চেয়ে ৫ মিলিয়ন বেশি।

সংবাদমাধ্যমে আরও বলা হয়, রোববারের মধ্যেই পিএসজি ও মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হবে।

কালের আলো/আরএস/এমএইচএস