মেসির জন্য শুভকামনা জানালেন মুশফিক
প্রকাশিতঃ 12:11 pm | August 09, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বিশ্বের তামাম ফুটবলপ্রেমীদের কাছে অনেক বড় একটা ধাক্কা হিসেবেই এসেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবর। ক্যারিয়ারের শুরুর দিন থেকে যেই ক্লাবে খেলছেন, নতুন মৌসুমে আর সেই বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে পারবেন না মেসি।
রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সেই সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছেন আর্জেন্টাইন জাদুকর, কাঁদিয়েছেন বিশ্বব্যাপী তার ভক্তদের। কোনোভাবেই তার বিদায় মানতে পারছে না ভক্তরা।
তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মেসি চলে যাওয়ায় এখন কার জন্য বার্সেলোনার খেলা দেখবেন, তা জানেন না মুশফিক। কেননা মেসির পার ভক্ত বাংলাদেশের এ অভিজ্ঞ তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসির বিদায়ের পর মুশফিক লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখা অনেক কঠিন। সে আমার সবচেয়ে পছন্দের ফুটবল খেলোয়াড় এবং তার কারণেই বার্সেলোনার সমর্থক হয়েছি আমি। এখন জানি না কার জন্য বার্সার খেলা দেখব। জাদুকরের জন্য শুভকামনা।’
কালের আলো/ডিএসকে/এমএম