হোস্টিং কিনলেই স্মার্টফোন ফ্রী!

প্রকাশিতঃ 2:57 pm | October 10, 2018

টেক ডেস্ক, কালের আলো:

দেশের অন্যতম ডোমেইন-হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হোস্টঅ্যারোমা হোস্টিংয়ের উপর বিশেষ অফার দিয়েছে।   “হোস্টঅ্যারোমা স্মার্টফোন উৎসব ২০১৮” নামের এই অফারে গ্রাহকরা হোস্টিং কিনলেই মোবাইল ফোন উপহার পাবেন।

অফারে গ্রাহক যে কোন শেয়ার্ড হোস্টিং এর বাৎসরিক প্যাকেজে কিনলেই এ অফারের আওতাভুক্ত হবেন।

শেয়ার্ড আলটিমেট প্যাকেজ এর সাথে Walton Primo F8s মডেলের স্মার্টফোন, শেয়ার্ড এডভান্স প্যাকেজ এর সাথে Samsung Guru Music 2, শেয়ার্ড প্রিমিয়াম প্যাকেজ এর সাথে Symphony D52i, শেয়ার্ড বেসিক প্যাকেজ এর সাথে Symphony B23 মডেলের মোবাইল হ্যান্ডসেট। অফারটি ৩১ অক্টোবর ২০১৮ পর্যন্ত চলবে। -বিজ্ঞপ্তি