রাজশাহী মেডিকেল করোনা ওয়ার্ডে আরও ২১ জনের মৃত্যু
প্রকাশিতঃ 11:21 am | August 10, 2021

কালের আলো সংবাদদাতা:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ জন ও করোনার উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ৩৮০ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা পজিটিভ আসে। এক্ষেত্রে জেলায় শনাক্ত হার ২৩ দশমিক ১০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮৬টি নমুনায় ১০ জনের পজিটিভ এসেছে। শনাক্ত হার ১১ দশমিক ৬৩ শতাংশ।
কালের আলো/আরএস/এমএইচএস