মমেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু
প্রকাশিতঃ 12:06 pm | August 13, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ৬ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১০ জনের।
শুক্রবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৩ জন, নেত্রকোনা, গাজীপুরের ও পাবনার ১ জন করে রয়েছেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৬ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৬০ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১ টি নমুনা পরীক্ষায় আরও ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.৯৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন।
কালের আলো/আরএস/এমএইচএস