বিশ্ববরেণ্য নেতাদের চোখে বঙ্গবন্ধু

প্রকাশিতঃ 8:18 am | August 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। বহু অত্যাচার ও নিপীড়ন সহ্য করে তিনি দৃঢ়তার সঙ্গে জনগণের গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলন ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন। নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নৃশংস হত্যাকান্ডের শিকার হন বাঙালির এ মহামানব।

আরও পড়ুন: বাঙালির স্বপ্নপুরুষকে নৃশংসতম হত্যার অশ্রুঝরা দিন

বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বের দৃষ্টিতে কেমন ছিলেন বঙ্গবন্ধু? এই প্রশ্নের উত্তর মিলেছে নেলসন ম্যান্ডেলা ও ইয়াসির আরাফাতদের মুখে।

দক্ষিণ আফ্রিকার মুক্তির দূত নেলসন ম্যান্ডেলা বঙ্গবন্ধুকে আখ্যায়িত করেছিলেন শোষিতের ‘অকৃত্রিম বন্ধু’ বলে। বঙ্গবন্ধুর শাহাদাত বরণের খবরে মুষড়ে পড়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।’

আরও পড়ুন: মৃত্যুঞ্জয়ী শেখ মুজিব : শোক অনির্বাণ আবেগমথিত উচ্চারণ

ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত বলেছিলেন- ‘আপসহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য।’

নোবেল বিজয়ী উইলিব্রান্ট বলেছিলেন, ‘মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে।’

আরও পড়ুন: শেখ রাসেল : কুড়িতেই শেষ হয়ে যাওয়া একটি ফুল

কালের আলো/এমএইচ/এমএএএমকে