শোক দিবস পালনে ১৫০ গরু দিলেন সিটি মেয়র জাহাঙ্গীর

প্রকাশিতঃ 12:39 pm | August 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে ১৫০টি গরু এবং প্রতি গরুর সঙ্গে ৫০ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) নিজ বাসভবনে নগরীর ৫৭টি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী, প্রেসক্লাব কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এসব গরু ও টাকা বিতরণ করা হয়েছে।

শোক দিবস উপলক্ষে দোয়া আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন।

এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট আমাজদ হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মোকসেদ আলম, সহ-দফতর সম্পাদক মাজহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরীসহ বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করতে দলের নাম ভাঙিয়ে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, কারও কাছে যাতে হাত পাততে না হয়, সে জন্যই নিজ উদ্যোগে এসব গরু ও টাকা বিতরণ করা হয়েছে। তারপরও এ মহতী অনুষ্ঠানের জন্য যদি কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/আরএস/এমএইচএস