বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে র‌্যাব ডিজির শ্রদ্ধা, সদর দপ্তরে দিনব্যাপী প্রামান্যচিত্র প্রদর্শনী

প্রকাশিতঃ 5:00 pm | August 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (১৫ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যাব সদর দপ্তরে দিনব্যাপী বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয়েছে। প্রামান্যচিত্র প্রদর্শনীতে র‌্যাব সদরদপ্তরের সকল কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার (১৩ আগস্ট) সারাদেশে র‌্যাবের সকল ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের অধিক অসহায়, দুঃস্থ, এতিম ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে র‌্যাব। একইসঙ্গে র‌্যাব সদরদপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়েছে এবং শুক্রবার জুম্মার নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিহত অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনায় র‌্যাবের সকল মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা হয়েছে।

কালের আলো/ডিএসকে/এমএম