শোক দিবসে বাফওয়া’র দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিতঃ 8:04 pm | August 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)।

রবিবার (১৫ আগস্ট) বাফওয়া কেন্দ্রীয় পরিষদ প্রাঙ্গনে বিশেষ মোনাজাত এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে বাফওয়ার সভানেত্রী তাহ্মিদা হান্নান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে বাফওয়ার সহ-সভানেত্রীসহ সকল সদস্য এবং বিমান বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে একদল বিপথগামী সেনাসদস্য। ওই সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। নারকীয় এই হত্যাকাণ্ডের বিচারে পদে পদে বাধা আসে। বঙ্গবন্ধুকে হত্যার পরপরই দায়মুক্তি (ইনডেমনিটি) অধ্যাদেশ জারি করা হয়। ২১ বছর পর আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি আইন বাতিল করে জড়িত খুনিদের বিচারের মুখোমুখি করে। বর্তমানে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, এসএইচএমবি নূর চৌধুরী ও এএম রাশেদ চৌধুরী এখনও পলাতক।

কালের আলো/এসবি/এমএম