রোনালদোকে নিয়ে রিয়াল-পিএসজি টানাটানি
প্রকাশিতঃ 5:25 pm | August 17, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এক প্রকার টানাহেঁচড়া শুরু করেছে দিয়েছে ইউরোপের শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও পিএসজি। রিয়াল চায় তাদের সাবেক তারকাকে ঘরে ফিরিয়ে আনতে। কিন্তু পিএসজি চায় মেসি-রোনালদো জুটি তৈরি করতে। শেষ পর্যন্ত কারা সফল হবে এখন সেটাই দেখার পালা।
রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরে এসেছেন লা ডেসিমা জয়ের নায়ক কার্লো আনচেলত্তি। ডেসিমা জয়ের পেছনেও রোনালদোর অবদান ছিল অনস্বীকার্য। এবার রিয়ালে ফিরে এসে পুরনো শিষ্যতেই আস্থা রাখতে চাইছেন আনচেলত্তি। আনচেলত্তি চাইলেই রোনালদোকে রিয়ালে আবার ফিরিয়ে আনা সহজ কোনো কাজ হবে না বলে মনে করছে এল চিরিংগুইতো।
তারা বলছে, পেরেজ যদি চান তাহলেই রোনালদো দলে আসবেন, অন্যথায় নয়। যদিও এখনো য়্যুভেন্তাসের কাছে কোনো প্রস্তাব পাঠায়নি স্প্যানিশ ক্লাবটি।
এদিকে রোনালদোর প্রতি আগ্রহ আছে ফরাসি ক্লাব পিএসজিরও। তারা নিজেদের দলে ভিড়িয়েছে লিওনেল মেসিকে। এবার রোনালদোকেও কিনে দল ভারী করতে চান ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি। ইউরোপের প্রথম সারির বেশ কয়েকটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বলেছে, এ মৌসুমে রোনালদোকে না পেলেও আগামী মৌসুমেও হাল ছাড়বে না ফরাসি জায়ান্টরা। রোনালদোরও আগামী বছর য়্যুভেন্তাসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে।
মার্কা বলছে, রোনালদো নাকি চুক্তির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গও তুলছেন তিনি। তিনি নিজেও এমন কিছুর ইঙ্গিত দিচ্ছেন যাতে আগামী বছর ক্লাব ছাড়তে পারেন। সেটা হলেও মেসির মতো রোনালদোকেও ফ্রিতে পেয়ে যাবে ফরাসি ক্লাবটি।
টানাহেচড়া শুরু করলেও রোনালদোকে দলে পাওয়ার ব্যাপারে পিএসজির সম্ভাবনাই বেশি। দলটির সভাপতি খেলাইফি তাকে কিনে চ্যাম্পিয়ন্স লিগ জেতার দৌড়ে একটু এগিয়ে থাকতে চান।
কালের আলো/আরএস/এমএইচএস