উত্তরখানে গ্যাস লাইন লিকেজে দগ্ধ ৮

প্রকাশিতঃ 10:17 am | October 13, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীতে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তিনটি পরিবারের ৮ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় হেলাল মার্কেট সংলগ্ন একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে ৪ জন নারী, ৩ জন পুরুষ ও ১ শিশু রয়েছে। এরা হলেন— সাগর, ডাবলু, আজিজুল, পূর্ণিমা, আফরোজা, উর্মি, আঞ্জু ও শিশু আবদুল্লাহ। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোরে রান্না করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়।

উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম জানান, গ্যাসের লাইনে আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে বলে তার ধারণা।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা অগ্নিদগ্ধ ৮ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে।

কালের আলো/এমএইচ