কবি হেলাল হাফিজ সিএমএইচে ভর্তি

প্রকাশিতঃ 11:09 am | August 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

দেশের খ্যাতিমান ও জননন্দিত কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তিনি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তাকে সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়। কবির চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান। আজ থেকে কবির চেকআপ শুরু হওয়ার কথা রয়েছে।

চিরকুমার এ কবি শাহবাগের একটি আবাসিক হোটেলে থাকতেন। তার শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি হেলাল হাফিজের সহপাঠী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে একসঙ্গে পড়াশুনা করেছেন।

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কবিতা পাঁচ দশক ধরে মানুষের মুখে মুখে ফেরে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’র তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার রেকর্ড বাংলাদেশের অন্য কোনো কবির কাব্যগ্রন্থই এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। বইটির বৈধ মুদ্রণই হয়েছে ৩৩ বারের বেশি।

‘আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি/ নষ্ট ফুলের পরাগ মেখে/পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?/এক জীবনে কতোটা আর নষ্ট হবে,/এক মানবী কতোটা আর কষ্ট দেবে!’। ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ ‘তোমাকে শুধু তোমাকে চাই, পাবো?/পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো।’- ‘যে জলে আগুন জ্বলে’ কাব্য গ্রন্থের প্রস্থান, নিষিদ্ধ সম্পাদকীয় এবং অমীমাংসিত সন্ধি কবিতার এই লাইনগুলো মানুষের মুখে মুখে ফেরে।

কবির অপর কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশিত হয়েছে ২০১৯ সালে। কবির বয়স বর্তমানে ৭২ বছর।

কালের আলো/এসআরকে/এমএম