অপর্ণা সেন ঢাকায় আসছেন রোববার

প্রকাশিতঃ 11:39 pm | January 18, 2018

শোবিজ প্রতিবেদক : চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্সে অংশ নিতে রোববার ঢাকায় আসছেন উপমহাদেশর প্রখ্যাত নারী চলচ্চিত্রকার অপর্না সেন। শনিবারই তার এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণবশতঃ তিনি ঢাকা পৌঁছাতে পারেননি। রোববার সম্মেলনে অংশ নিবেন তিনি। এসব তথ্য জানিয়েছেন উৎসবের গণমাধ্যম সমন্বয়ক সোহান সিরাজ।

ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স’। নারী চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে দুই দিনব্যাপী এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।

শনিবার সকাল ৯টায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এই সম্মেলনের উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমিন্ত্রী শাহরিয়ার আলম।

সম্মেলনে বাংলাদেশের নারী চলচ্চিত্রকারদের অগ্রদূত সুমিতা দেবী ও রওশন জামিলের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

উপমহাদেশর প্রখ্যাত নারী চলচ্চিত্রকার অপর্না সেন এবারের সম্মেলনের মূল আকর্ষণ।

তার ঢাকায় আসা প্রসঙ্গে সোহান সিরাজ বলেছেন, ‘অপর্ণা সেন এখনও ঢাকায় পৌঁছাননি। যদিও তার আসার কথা ছিল। বিশেষ কারণবশতঃ তিনি শনিবার থাকতে পারছেন না। তবে, রোবার তিনি ঢাকায় আসবেন। কনফারেন্সের সমাপনী সেশনে যোগ দিবেন। পাশপাশি একটি সংবাদ সম্মেলনেও তাকে পাবেন গণমাধ্যমকর্মীরা।’

অপর্ণা সেন ছাড়াও দেশ-বিদেশের ৩৫ জনেরও বেশি নারী চলচ্চিত্র নির্মাতা এতে যোগ দিচ্ছেন। সম্মেলনে নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সাথে মত বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতাগণ অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

এখানে নারী নির্মাতারা তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তোরণের উপায় নিয়ে বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

মোট জনসংখ্যার অর্ধেক হওয়ায় বিশ্ব-উন্নয়ণে নারীর ভূমিকা ও গুরুত্ব এতে তুলে ধরা হবে।

ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষনগুলোর একটি এই উইমেন্স কনফারেন্স।