কোটা পুনর্বহালের দাবিতে এবার সড়কে আদিবাসীরা

প্রকাশিতঃ 5:45 pm | October 13, 2018

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো:

সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম অঞ্চল।

শনিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় নগরীর চেরাগী মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা দাবি করেন, দেশের অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে আদিবাসীরা অবদান রাখার পরেও সামাজিক অবস্থান, বাধা-বিপত্তি, অবহেলিত ও নিপীড়নের শিকার হতে হয়। এর ধারাবাহিতকায় সরকারি চাকরিতে কোটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এসময় তারা আদিবাসিদের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরে গান পরিবেশন করে। সেই সাথে সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা রেখে প্রজ্ঞাপনের জোর দাবি জানান।

সংগঠনটির যুগ্ম আহবায়ক খঞ্জন ত্রিপুরা এতে সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আহবায়ক প্লেটো খীসা, মংসাই মারমা প্রমুখ।

কালের আলো/ওএইচ