গাইবান্ধায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রকাশিতঃ 10:33 pm | August 20, 2021

কালের আলো সংবাদদাতাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়াবাজারের তালতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নাকাইহাট কালুগারী ভাসপাড়া গ্রামের মাহাবুর রহমান (৩৪), তালুককানুপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামের করিম মেকার (৩৮) ও ভুট্টু মিয়া (৩৭)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা পায়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বালুয়াবাজার নুনদহ ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেলের তিনজন আরোহী ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের মধ্যে মাহাবুর রহমান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। অপর দুইজন মোটরসাইকেলের যাত্রী ছিলেন।

কালের আলো/টিআরকে/এসআইএল