ছুটি পেয়ে বার্সেলোনায় ফিরলেন মেসি
প্রকাশিতঃ 12:56 pm | August 21, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো
প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেললেও, মাঠে দেখা যায়নি বার্সার এই সাবেক তারকাকে। চলতি মাসের ২৯ তারিখে পিএসজির হয়ে অভিষেক হতে পারে তার। এই ফাঁকে পুরনো শহর বার্সেলোনায় গেছেন মেসি।
শুক্রবার (২০ আগস্ট) ব্রেস্তের বিপক্ষ ম্যাচে পিএসজির একাদশে রাখা হয়নি মেসি ও নেইমারকে। প্যারিসের ক্লাবটির পরবর্তী ম্যাচ ৩০ আগস্ট। তাইতো কিছু দিনের ছুটি পেয়েছেন মেসিরা।
সেটি কাজে লাগাতেই শুক্রবার বাবা, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বার্সেলোনায় ফিরেছেন মেসি। বিমানবন্দর থেকে সরাসরি বার্সেলোনায় নিজের বাড়িতে ফিরেছেন মেসি।
ইউরোপের গণমাধ্যম বলছে ছুটি কাটাতে সাথে বন্ধু নেইমারকেও নিজের বাড়িতে নিয়ে এসেছেন মেসি। গুঞ্জন শোনা যাচ্ছে মেসি, নেইমারকে সঙ্গ দিতে সাবেক বার্সা সতীর্থ সুয়ারেজও তাদের সাথে যোগ দিতে পারেন। ছুটি শেষে দ্রুতই প্যারিসে ফিরবেন আর্জেন্টাইন কিংবদন্তি।
কালের আলো/আরএস/এমএইচএস