ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

প্রকাশিতঃ 11:19 am | August 22, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

রবিবার (২২ আগস্ট) করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা ১০ জন। এ ছাড়া নেত্রকোনার দুজন ও টাঙ্গাইলের একজন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী ও সাতজন পুরুষ।

ডা. মহিউদ্দিন খান মুন জানান,করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৩৬ জন ও আইসিউতে ১৯ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৯ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৯টি নমুনা পরীক্ষায় আরও ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.০৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৭৫ জন।

কালের আলো/আরএস/এমএইচএস