চাপের মুখে মোদির মন্ত্রী এম জে আকবর
প্রকাশিতঃ 11:59 pm | October 13, 2018
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
যৌন হেনস্তার ঘটনায় আরও চাপ বাড়ল মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রী এম জে আকবরের উপর৷ এবার এই ঘটনায় মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তিনি জানিয়েছেন, এই অভিযোগ খতিয়ে দেখা হবে৷
গত সোমবার সন্ধ্যায় বর্ষীয়ান এই সাংবাদিকের নাম #MeToo ক্যাম্পেনের সঙ্গে জড়িয়ে যায়৷ তাঁর বিরুদ্ধেও ওঠে যৌন হেনস্তার অভিযোগ৷ এর পর সময় যত গড়িয়েছে, ততই অভিযোগকারীর সংখ্যা বেড়েছে৷ ফলে ক্রমশ চাপ বাড়ছিল মোদীর মন্ত্রিসভার এই সদস্যের বিরুদ্ধে৷
এই পরিস্থিতিতে অমিত শাহর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, শুক্রবার অমিত শাহ বলেছেন, ‘‘দেখতে হবে এই অভিযোগ কতটা সঠিক৷ যে পোস্টগুলি, আর যারা এগুলি করেছে, সবটাই আমাদের খতিয়ে দেখতে হবে৷ কারণ, এখন যে কেউ, যে কারও বিরুদ্ধে পোস্ট করে দিতে পারে৷’’ এর পরই বিজেপির সর্বভারতীয় সভাপতির সংযোজন, ‘‘কিন্তু বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখব৷’’
তবে অমিত শাহর মন্তব্যের আগে থেকেই এই ইস্যুতে বিজেপির অবস্থান ক্রমশ স্পষ্ট হচ্ছিল৷ স্মৃতি ইরানির মন্তব্যেও বিজেপির তরফে আকবরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলছিল৷ তা শুক্রবার আরও স্পষ্ট হল৷
তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি মনে করেন সোশ্যাল মিডিয়ায় যা অভিযোগ তোলা হয়, তার অধিকাংশই ভুয়ো৷ তার পরও বিষয়টি বিজেপি খতিয়ে চাইছে, তার কারণ হিসেবে রাজনৈতিক মহলের মত, এই ইস্যুর সঙ্গে মহিলারা জড়িয়ে৷ এ নিয়ে নরম মনোভাব নিলে মহিলাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে৷ যার ফল পড়তে পারে নির্বাচনে৷ সেকথা মাথায় রেখেই বিজেপি এ বিষয়ে সাবধানে পা ফেলছে৷
কালের আলো/এমএইচ