ইউসেপের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব করে দেবে আইসিটি বিভাগ

প্রকাশিতঃ 6:32 pm | August 22, 2021

টেক ডেস্ক, কালের আলো:

দক্ষ জনশক্তি গড়ে তুলতে ইউসেপ বাংলাদেশের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করবে আইসিটি বিভাগ।

রোববার (২২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশকে প্রযুক্তিতে সম্পৃক্ত করতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ইউসেপ বাংলাদেশকে কারিগরি দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইসিটি বিভাগ বঙ্গবন্ধুর মতোই তাদের পাশে থাকবে।

তিনি বলেন, আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই, দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে সার্বক সেবা দেয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সুশিক্ষার ওপর গুরুত্বারোপ করেন ইউসেপ বাংলাদেশ-এর চেয়ারম্যান পারভীন মাহমুদ। এ সময় তিনি বঙ্গবন্ধুর বরাদ্দকৃত বাড়ি থেকেই ইউসেপ বাংলাদেশ কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে কাজ করছে বলে জানান।

বক্তব্যে বৃত্তি ও কারিগরি শিক্ষায় বঙ্গবন্ধুর অগ্রণী ভূমিকা স্মরণ করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউসেফ বাংলাদেশের অ্যাসোসিয়েট মেম্বার দ্বিপেন্দ্র লাল ভৌমিক, বিজ্ঞানী ও শিক্ষাবিদ আব্দুল মতিন চৌধুরী এবং এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম।

কালের আলো/ডিএসবি/এমএম