এবার স্বর্ণের ব্যবসায় নাম লেখালেন সাকিব
প্রকাশিতঃ 9:03 pm | August 23, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বসেরা ক্রিকেটার হলেও তিনি একজন খাঁটি ব্যবসায়ী। দেশ-বিদেশে পরিচালনা করছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এবার এই বিশ্ব তারকা শুরু করেছেন সোনার ব্যবসা। এ নিয়ে তিনি পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছেন।
সোমবার (২৩ আগস্ট) প্রকাশিত বিজ্ঞাপনে সাকিব আল হাসান বলেছেন, প্রিয় দেশবাসী, সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।
বিজ্ঞাপনে তিনি উল্লেখ করেন, আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন। সাকিব আল হাসান আরও বলেছেন, স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ; নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।
এর আগে সাকিব আল হাসান সোনা আমদানির জন্য লাইসেন্স নেন।
কালের আলো/এসবি/এমআরকে