সাহিত্যিক-অনুবাদক আবদুল হাকিম আর নেই

প্রকাশিতঃ 4:39 pm | August 28, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

বিশিষ্ট কথাসাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম আর নেই। শনিবার (২৮ আগস্ট) বেলা একটার দিকে রাজধানীর মাদারটেকের বাসায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লেখকের পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।

শেখ আবদুল হাকিমের পরিবার জানায়, বেশ কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

শেখ আবদুল হাকিম সেবা প্রকাশনী থেকে প্রকাশিত গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’ লিখে ব্যাপক পরিচিতি লাভ করেন। এর বাইরেও তিনি রোমান্টিক উপন্যাস, ওয়েস্টার্ন সিরিজ, অ্যাডভেঞ্চারধর্মী বই লিখেছেন। সেগুলো পাঠকপ্রিয় হয়েছে।

গত বছর বিপুল পঠিত ‘মাসুদ রানা’ সিরিজের বইয়ের কপিরাইট স্বত্ব নিয়ে এই লেখক পুনরায় আলোচনায় আসেন। সে সময় কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে রায় দেয়। পরে কাজী আনোয়ার হোসেন সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন। এরপর থেকে বিষয়টি বিচারাধীন রয়েছে। আজ সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন ‘মাসুদ রানা’ সিরিজের প্রায় ২৬০টি বইয়ের এই লেখক।

শেখ আবদুল হাকিমের প্রথম উপন্যাস ‘অপরিণত প্রেম’। কয়েক খণ্ডে প্রকাশিত হয়েছে তার উপন্যাস সমগ্র। তার অনুবাদগ্রন্থের মধ্যে রয়েছে এরিক মারিয়া রেমার্কের ‘দ্য ব্ল্যাক অবিলিস্ক’, ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ভিক্টর হুগোর ‘দ্য ম্যান হু লাফস’, জুলভার্নের ‘আশি দিনে বিশ্বভ্রমণ’, মার্ক টোয়েনের ‘দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’, মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’, আলেকজান্ডার দ্যুমার ‘থ্রি মাস্কেটিয়ার্স’ ইত্যাদি।

শেখ আবদুল হাকিম কর্মজীবনের প্রায় চার দশক সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত ছিলেন। সেবা থেকে প্রকাশিত মাসিক ‘রহস্য পত্রিকা’র তিনি সহকারী সম্পাদক ছিলেন। সব কিছু ছাপিয়ে ‘মাসুদ রানা’ সিরিজ এবং অনুবাদ সাহিত্যের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

কালের আলো/টিআরকে/এসআইএল