সোমবার ব্যাংক ও শেয়ার বাজার বন্ধ

প্রকাশিতঃ 8:37 pm | August 29, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

দেশের ব্যাংক ও শেয়ার মার্কেট আগামীকাল সোমবার (৩০ আগস্ট) বন্ধ থাকবে। ফলে এদিন ব্যাংক ও শেয়ার মার্কেটে কোনো লেনদেন হবে না।

রোববার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ছুটির বিষয়টি জানিয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) সরকারি ছুটি রয়েছে। তবে মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে ব্যাংক এবং শেয়ার মার্কেটে আবারও স্বাভাবিক লেনদেন চলবে।

কালের আলো/টিআরকে/এসআইএল