ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
প্রকাশিতঃ 4:59 pm | October 15, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
সোমবার(১৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির নেতৃত্বে শহরের নতুন বাজার থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নওশেল আহমেদ অনি ময়মনসিংহ পৌরসভার জনপ্রিয় ও শেষ মেয়র ইকরামুল হক টিটুর অনুসারী। ছাত্রলীগ নেতাকর্মীরা এসময় মেয়রের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করেন।
এ সময় ছাত্রলীগ নেতা শাহীন আলম, উবায়দুল্লাহ, মাহমুদ শাহরিয়ার মিশু, পরাগ সরকার, অনিক সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএম