খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশিতঃ 2:04 pm | August 30, 2021

কালের আলো সংবাদদাতাঃ
চুয়াডাঙ্গার উথলী রেলওয়ের স্টেশনে তেলবাহী ট্যাংকারের বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর রেলপথ সচল হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের খুলনার এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মুজিবুর রহমান।
এদিকে, বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাকশি বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনিই এই কমিটির প্রধান।
খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরে যাওয়ার পথে রোববার রাত ১টার দিকে এই স্টেশনে লাইনচ্যুত হয় ট্রেনটির পাঁচটি বগি।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার সময় বগিগুলো লাইনচ্যুত হয়। সেগুলো উদ্ধারে সোমবার সকালে পাবনার ঈশ্বরদী থেকে যায় উদ্ধারকারী ট্রেন। সোমবার দুপুর ১২টার দিকে বগিগুলো উদ্ধারের পর রেলপথ সচল ঘোষণা করা হয়।
দুর্ঘটনার কারণে রাত থেকে বিভিন্ন পয়েন্টে আটকা পড়ে ছিল ঢাকা থেকে খুলনাগামী ডাউন চিত্রা, চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা, খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল, চিলাহাটি থেকে খুলনাগামী ডাউন রকেট মেইল এবং খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কালের আলো/টিআরকে/এসআইএল