ফেসবুকে গৃহবধূর নামে কুৎসা রটনার অভিযোগ, ব্যবস্থা নিল পুলিশ

প্রকাশিতঃ 9:37 pm | September 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

ফেসবুকে গৃহবধূর নামে কুৎসা রটনার অভিযোগে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা থেকে হাসান ফখরুল নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংয়ে পাঠানো এক বার্তার পর এমন ব্যবস্থা নেওয়া হয় বলে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং) মো. সোহেল রানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারীর বিষয়টি জানিয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টি আকর্ষণ করেন ফুলবাড়িয়া থানা এলাকার এক ব্যক্তি। তিনি জানান, হাসান ফখরুল নামে একজন অবস্থাপন্ন ব্যক্তি একই এলাকার অপর এক ব্যক্তির স্ত্রীকে জড়িয়ে নানা আজেবাজে কথা লিখেছেন। পোস্টে দাবি করা হয়েছে ওই গৃহবধূ একজন পেশাদার যৌনকর্মী।

বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেনকে তদন্ত করতে বলে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং।

প্রাথমিক তদন্তে জানা যায়, উল্লিখিত গৃহবধূ এক দরিদ্র দিনমজুরের স্ত্রী। তাকে বিভিন্ন সময়ে পোস্টদাতা ব্যক্তি উত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময়ে টাকাপয়সা ও উপহারের লোভ দেখিয়েছেন। লাভ হয়‌নি। তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হন উক্ত হাসান ফখরুল। একাধিকবার তিনি ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন। কিন্তু, কোনোভাবেই কামনা চরিতার্থ করতে পারেরনি। তাই, ক্ষুদ্ধ হয়ে গৃহবধুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটান। সামাজিকভাবে স্থানীয় পর্যায়ে অভিযোগ দিলেও দরিদ্র দিনমজুরের স্ত্রী তার সামাজিক দুর্বল অবস্থানের কথা ভেবে এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়ার সাহস করেননি।

ওসি ফুলবাড়িয়ার নিকট থেকে ও স্থানীয় মিডিয়ার সাথে যোগাযোগের মাধ্যমে ঘটনা সংক্রান্তে অবগত হয়ে এ বিষয়ে মামলা নিয়ে অভিযুক্তকে আটকের জন্য নির্দেশনা দেয় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। ও‌সি’র নিকট থে‌কে সহ‌যোগিতার আশ্বাস পে‌য়ে মামলা ক‌রেন ওই নারী। পরে বুধবার রাতে আটক করে পুলিশ। আজ সকা‌লে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গৃহবধূকে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশ তার পাশে থাকবে।

কালের আলো/ডিএসকে/এমআরবি