সোয়াত টিম ও জঙ্গিদের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়: আইজিপি

প্রকাশিতঃ 3:18 pm | October 16, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নরসিংদীর শেখের চরে জঙ্গি আস্তানায় চলমান অভিযানে সোয়াত টিম ও জঙ্গিদের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় চলছে বলে জানিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারী।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, জঙ্গিদের প্রথমে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু জঙ্গিরা সে আহ্বানে সাড়া দেয়নি। এরপরই চূড়ান্ত অভিযান শুরু করা হয়। জঙ্গিরা ঘরের ভেতর থেকে গুলি করছেন। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ছে।

আইজিপি আরও বলেন,  তাদের কাছে কী ধরনের অস্ত্র রয়েছে তা সম্পর্কে ধারণা রয়েছে। তবে এখনই আমরা তা প্রচার করতে পারছি না। আস্তানায় ঠিক কতজন আছে তা এখনও বলা যাচ্ছে না। অপারেশন শেষ হলে বলা যাবে। অপারেশন শেষ হতে আরও সময় লাগবে।

এদিকে দুটি আস্তানার পাশেই পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে আজ সকালে নরসিংদীর দুটি আস্তানা পরিদর্শন করেন সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছি। প্রাথমিকভাবে জঙ্গিদের আত্মসমপর্ণের আহ্বান জানানো হবে। যদি তারা আত্মসমর্পণ না করে তখন আমরা অ্যাকশনে যাবো। ধারণা করা হচ্ছে দুটি আস্তানায় একাধিক জঙ্গি থাকতে পারে।’

সোমবার (১৫ অক্টোবর) নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর এই যৌথ অভিযান পরিচালনা করছে।

সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযানের জন্য সিটিটিসির সোয়াট টিমকে ডাকা হয়েছে। আস্তানা দুটির মধ্যে একটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার সাততলা একটি ভবন। এই ভবনের সপ্তম তলায় অন্তত দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে বলে কাউন্টার টেরোরেজিমের কর্মকর্তারা জানতে পেরেছেন। অন্যটি শেখেরচরের ভগিরথপুর এলাকায় পাঁচতলার একটি ভবনে। এই ভবনের পঞ্চম তলায় অন্তত দুইজন নারী রয়েছেন বলে সিটিটিসি কর্মকর্তারা ধারণা করছেন।

কালের আলো/ওএইচ