সারাদেশে র্যাবের ভেজালবিরোধী অভিযানে প্রায় এক কোটি জরিমানা
প্রকাশিতঃ 10:27 pm | September 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশব্যাপী র্যাবের সব ব্যাটালিয়ন দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করেছে। পরিচালিত এসব অভিযানে ২০৫ জন ব্যবসায়ীকে ৯৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) র্যাব ফোর্সেস এর সকল ব্যাটালিয়ন দেশব্যাপী একযোগে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রয়ে সাথে জড়িত অসাধু মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের সমন্বয়ে ভেজাল ও মানহীন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, মজুদকারী ও বিক্রেতাসহ এরূপ কার্যক্রমে জড়িত অসাধু মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে সারাদেশব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, এখন পর্যন্ত দেশব্যাপী পরিচালিত ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে ২০৫ জন অসাধু ব্যবসায়ীকে ৯৭,২৮,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ]ৱ
এছাড়াও ০৬ জন অসাধু ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও ০১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

কালের আলো/ডিএসকে/এমএম