ইউটিউবকে টপকে জনপ্রিয়তার তালিকায় টিকটক

প্রকাশিতঃ 10:16 pm | September 08, 2021

টেক ডেস্ক, কালের আলো:

শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্ম টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। অনেক ব্যবহারকারী এখন ইউটিউবের চেয়ে টিকটকে বেশি সময় কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্রে তো ইউটিউবকে রীতিমতো ছাড়িয়ে গেছে টিকটক।

বুধবার (৮ সেপ্টেম্বর) অ্যাপের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপ এনি’র এক গবেষণা বলছে, প্রতি মাসে ইউটিউবের চেয়ে টিকটকে ভিডিও দেখতে এখন বেশি সময় ব্যয় করেন ব্যবহারকারীরা। দিন দিন টিকটকের জনপ্রিয়তা বাড়ছে। ফলে ইউটিউবে প্রবেশ করছেন না অনেকে।

অ্যাপ এনি’র ওই গবেষণা বলা হয়, যুক্তরাষ্ট্রে গত বছরের আগস্টে ইউটিউবকে পেছনে ফেলে টিকটক। ২০২১ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, ব্যবহারকারীরা প্রতি মাসে টিকটকে ভিডিও দেখতে ২৪ ঘণ্টা ব্যয় করেন। অপরদিকে ইউটিউবে ব্যয় করেন ২২ ঘণ্টা ৪০ মিনিট।

যুক্তরাজ্যে টিকটক-ইউটিউবের মাঝে ব্যবধান আরও বেশি। দেশটিতে গত বছরের মে মাসে ইউটিউবকে ছাড়িয়ে যায় টিকটক। বর্তমানে সেখানে ব্যবহারকারীরা মাসে ২৬ ঘণ্টা ব্যয় করেন টিকটক কনটেন্ট দেখতে। অপরদিকে ইউটিউব কনটেন্ট দেখতে তারা ব্যয় করেন ১৬ ঘণ্টারও কম সময়।

এই তথ্য শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সময় ব্যয়ের হিসাবে এখনও টিকটকের চেয়ে এগিয়ে আছে ইউটিউব। ইউটিউবের ২০০ কোটি ব্যবহারকারীর বিপরীতে টিকটকের ৭০ কোটি ব্যবহারকারীই এর প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালের আলো/আরএস/এমএইচএস