মমেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিতঃ 3:03 pm | September 09, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃতরা সবাই প্রবীণ। তাদের বয়স ৬৫ থেকে ৯০ বছরের মধ্যে। করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হারুন উর রশিদ (৯০) ও ফুলবাড়িয়া উপজেলার হাজি জসিম উদ্দিন (৮৩)। উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের আব্দুল হাকিম (৮০), ফুলপুর উপজেলার আবুল হোসেন (৬৫) এবং নেত্রকোনা সদরের জ্যোতিন্দ্র (৮৩)।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে হাসপাতালে করোনা ও উপসর্গে ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

তিনি আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে চিকিৎসাধীন আছেন ৭ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৬ টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৫৪ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪৫৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন।

কালের আলো/টিআরকে/এসআইএল