সৌদি বাদশাহ’র সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 10:12 pm | October 17, 2018

কালের আলো ডেস্ক:
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ অক্টোবর) বিকেলে আরগায়ে রাজপ্রাসাদে তাদের এ বৈঠক হয়। এ সময় দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এর আগে শেখ হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান।
সূত্র: বাসস
কালের আলো/ওএইচ